Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দাউদখালী

এক নজরে ৪নং দাউদখালী ইউনিয়নের তথ্যাদি-

স্থাপিতঃ- ১৯৬০ সালে ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদটি স্থাপিত।

অবস্থানঃ- পিরোজপুর জেলার সদর হতে ৪০ কিলোমিটার দক্ষিন পূর্বে হলতা নদীর পশ্চিম পার্শ্বে অবস্থিত।

১।নামকরনের ইতিহাসঃ-ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লগ্নে ইউপির প্রশাসনে দাউদখালী গ্রামের ব্যাক্তিত্য সম্পন্য লোক ছিল। তাহার গ্রামের নাম অনুসারে ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদ নামকরন করা হয়।

২।ইউনিয়নের সীমানাঃ-উত্তরে কাঠালিয়া উপজেলার পাঠিখাল ঘাটা ইউনিয়ন দক্ষিনে ৬নং টিকিকাটা ইউনিয়ন পূর্বে কাঠালিয়া থানা ও বরগুনা জেলার হলতা নদী পশ্চিমে মিরুখালী ইউনিয়ন।

 

      ৪নং দাউদখালী ইউনিয়নের তথ্যঃ

ইউনিয়নের নাম

আয়তন বর্গ কিঃমিঃ

মৌজার সংখা

গ্রামের সংখা

ইউঃপির লোক সংখ্যা

মোট

শিক্ষার হার

পুরুষ

মহিলা

৪নং দাউদখালী

১০,৫০০ বর্গ কিঃমিঃ

৮টি

৯টি

১৫,৬৭৫

১৫,৩৯৯

৩১,০৭৪

৮০%