এক নজরে ৪নং দাউদখালী ইউনিয়নের তথ্যাদি-
স্থাপিতঃ- ১৯৬০ সালে ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদটি স্থাপিত।
অবস্থানঃ- পিরোজপুর জেলার সদর হতে ৪০ কিলোমিটার দক্ষিন পূর্বে হলতা নদীর পশ্চিম পার্শ্বে অবস্থিত।
১।নামকরনের ইতিহাসঃ-ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লগ্নে ইউপির প্রশাসনে দাউদখালী গ্রামের ব্যাক্তিত্য সম্পন্য লোক ছিল। তাহার গ্রামের নাম অনুসারে ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদ নামকরন করা হয়।
২।ইউনিয়নের সীমানাঃ-উত্তরে কাঠালিয়া উপজেলার পাঠিখাল ঘাটা ইউনিয়ন দক্ষিনে ৬নং টিকিকাটা ইউনিয়ন পূর্বে কাঠালিয়া থানা ও বরগুনা জেলার হলতা নদী পশ্চিমে মিরুখালী ইউনিয়ন।
৪নং দাউদখালী ইউনিয়নের তথ্যঃ
ইউনিয়নের নাম | আয়তন বর্গ কিঃমিঃ | মৌজার সংখা | গ্রামের সংখা | ইউঃপির লোক সংখ্যা | মোট | শিক্ষার হার | |
পুরুষ | মহিলা | ||||||
৪নং দাউদখালী | ১০,৫০০ বর্গ কিঃমিঃ | ৮টি | ৯টি | ১৫,৬৭৫ | ১৫,৩৯৯ | ৩১,০৭৪ | ৮০% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস